">
বাংলাদেশ-নেদারল্যান্ডস (পিকচারটি সংগৃহীত)
আয়োজন সিলেটে হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ, নিশ্চিত করল বিসিবি বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি আরও মজবুত করতে একটি তিন-ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। প্রতিপক্ষ হবে ইউরোপিয়ান শক্তি নেদারল্যান্ডস। এই বেলাতে ভেন্যু নিয়ে এতদিন ধোঁয়াশা থাকলেও এবার নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—আর সিরিজের যেতেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ সিলেটে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, সিলেটেই হবে পুরো সিরিজের আয়োজন। শুধু তাই নয়, সিরিজ শুরুর আগে টাইগাররা সিলেটেই করবে প্রস্তুতি ক্যাম্প। তিনি বলেন, "৬ আগস্ট ঢাকায় ক্যাম্প শুরু হবে। সেখানে ফিটনেস নিয়ে কাজ চলবে। এরপর ১১ থেকে ১৩ তারিখের মধ্যে কোচরা যোগ দেবেন। তখন স্কিল ট্রেনিং শুরু হবে। আমরা পরিকল্পনা করছি ক্যাম্প সিলেটে স্থানান্তর করার। সেখানেই অনুশীলন ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ হবে ইনশাআল্লাহ।" ???? কেন সিলে নির্বাচিত ভেন্যু নিয়ে বিসিবি কর্মকর্তা বলেন, "এশিয়া কাপের ভেন্যু যেহেতু আবুধাবি, তাই আমরা চাই এমন একটি উইকেট যেখানে ব্যাটিং-বান্ধব পরিবেশ থাকবে। বাংলাদেশের মধ্যে সিলেটেই সেই সুযোগ সবচেয়ে বেশি। এখানে তুলনামূলক ভালো রান হয়। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি গুরুত্বপূর্ণ। ???? বিসিবি কেমন উইকেট চাইছে? সিলেটে যেন ব্যাটিং সহায়ক উইকেট তৈরি হয়, সেই লক্ষ্যে আগেই প্রস্তুতি নিচ্ছে বোর্ড। ফাহিম বলেন, "আমরা প্রার্থনা করি উইকেট আমনুক হোক যাতে কমপক্ষে ১৭০-১৮০ রান করা যায়। সম্ভব হলে ২০০ রানও। ৩-৪ দিন আগে সিলেটে গিয়ে উইকেট দেখেছি। সম্ভাবনা আছে, উইকেট ভালো তৈরি করা যাবে।" সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে পারে সিরিজের আনুষ্ঠানিকতা।